জামা পরেই শুয়ে ছিলাম,
বাবার গলা ছু্ঁয়েছিলাম।
হঠাৎ আঁতকে উঠেছিলাম
ঘুমের মাঝেতেই;
চেয়ে দেখি আমার গায়ের
জামাখানাই নেই!


কে কোথা সব - হাঁকতে থাকি,
মা-বাবাকে ডাকতে থাকি।
নেমে আসলো কাকা-কাকি,
আসলো ছুটে মামা।
ওদের শুধাই, গেল কোথায়
আমার গায়ের জামা?


খুঁজতে সবাই ছুটল ওরা,
হলো না দ্বার বন্ধ করা,
সেই সুযোগে আসলো খোঁড়া
হামদো ভূতের মামা,
বললে, কেমন দ্যাখ পরেছি
তোর গায়ের-ই জামা!


রাগে তখন রক্ত গরম,
খুঁজে দাদুর পায়ের খড়ম
পিঠে দিলাম প্রহার চরম
'এক্ষুনি তুই নামা,
গা থেকে তোর টুকটুকে লাল
আমার গায়ের জামা'।


মার খেয়ে ভূত কান্না জোড়ে,
তাই হাসি খুব ঘুমের ঘোরে।
সকালে মা বলল, ওরে,
হাসিটা তোর থামা।
হাত বুলিয়ে দেখি গায়ে
আছে আমার জামা।