তোমার মগজচর্চার
কোনো দাম নেই কবি
রাজা খেপলে
এক মুহূর্তে
তোমার কলম কেড়ে নেবে,
বিকর্ণ একজনকেও
কাছে পাবে না
পুণ্য-পাপ যাইই করো
হাজতবাস নিশ্চিত তোমার।


সিংহাসন তো
কোনোদিনই বাগাতে পারবে না,
কেননা সে এলেম নেই তোমার,
বেয়াদপও নও
রাস্তায় সব সময়
বাঁদিক ধরে হাঁটো
তোমার কিচ্ছু হবে না।