আমরা ব্যস্ত রাস্তায় বড় বেশ চঞ্চল হয়ে পড়ি
জনজোয়ারে হয়ে পড়ি বড় একাকী
সভ্যতা এখন মুক্তি খোঁজে রক্তমাখা ছুড়িতে
শ্মশানে শান্তি খুঁজতে ছুটে যায় একদল সভ্যবর্বর মানুষ।
উন্মাদ আজ সত্যি কথা বলে!
হিংস্রতার যানজটে বড় বেশি
ট্রাফিক জ্যাম হয়।
কৃত্রিমতার চাকার তলায় পড়ে
পিষে নষ্ট হয়ে যায় মানবতা।