অন্তরাতে গথিক অবহেলা
স্বরলিপি সূক্ষ্ম হেলাফেলার
যুগলবন্দি ধূলিঝড়ের টানে
গমক-ঠাটের বেসুরো কলতানের
ভেতরে এক আধোয়া রোদ কাঁদে
খুঁত ধরেছে গ্রহণলাগা চাঁদের
আবহমান শূন্যতাটি তবু
মেওয়ার লোভে করছে না তো সবুর
বসন্ত তোর কামুক চোরাগলি
হিসেব রাখে উপুড় করা থলির
দিলখোয়ানো আধপোড়া নীলম্বরে
সাঁতার কেটে বেখাপ্পা ভয়ডরের
ডুবজলে যে সুরের ওঠাপড়া
সূর্যদীঘল সাবেক ভাঙাগড়ার
বিরল সুরে চিরহরিৎ খেদের
গেরস্থালি যাচ্ছে গলা সেধে