শিশুরা পুষে রাখছে উচ্ছ্বাস,
                  রঙিন বেলুনে ;
আকাশও আজ খেলার সঙ্গী তাদের
কৃত্রিম ঝরনার শব্দে মিশে যাচ্ছে
কিশলয় হাসি ...


ফুচকাওয়ালা বিক্রি বন্ধ রেখে
ডলে নিচ্ছে খইনি
মুহূর্তে সন্ধ্যার পার্ক হয়ে উঠছে পুষ্পউদ্যান


এইসব শিশুমেলা থেকে দূরে, অন্ধকারে ;
জোড়ামন্ডার মতো চ্যাপ্টা,
অফিস খুলে বসে আছেন মা-বাবারা
শ্রীচরণেষু, মিথুন মূর্তি ভেঙে এবার নিজ নিজ
প্যাকেজ বুঝে নিন
আগন্তুক আমি, হাওয়ায় ভেসে ঢুকে পড়েছি এই পার্কে,


তবু কত আর পাহারা দেব এই উদ্যান?