মামদো ভূতের তিনটে ছানা
পড়াশুনায় মন্দ না,
পড়তে বসেই সবাই করে
সরস্বতীর বন্দনা।
স্কন্ধকাটার ইস্কুলে যায়
শ্যাওড়া গাছের মগডালে,
কেমন করে বাঁচতে হবে
হাত পা গুলো ফসকালে।
শিক্ষা দিতেন গুরুমশাই
মানুষ ধরার কেমন ফাঁদ,
কেমন করে আসবে মুঠোয়
পূর্ণিমার ওই বিশাল চাঁদ।
শিক্ষা শেষে জোড় হাত করে
মামদো ভূতের তিনটি ছানা
বললো হেঁকে, রক্ত খাবো
যে ছেলেরা পড়বে না।