বিত্ত খালি ভয়


বিত্তে ঘেরা বিত্ত।
উচ্চ, মধ্য, নিম্ন, কত কি বিত্ত।
সেই বিত্ত কে ঘিরে ও আবার বিত্ত।
এক বিত্তের অনুদানে আর এক বিত্ত।
সেই বিত্ত কে লাইন বানিয়েছে এক বিত্ত।
বিত্তের গ্যঁড়া কলে হাফিয়ে উঠেছে চিত্ত।
রাস্তা ঘাট খালি।
গরীবের ভাঁড় খালি।
কল কারখানা খালি।
মজদূরের জঠর খালি।
সরকারি খাজানা খালি।
আধিকারীকের দাবি তিনি মালী।
প্রধান সেবক বলছেন বাজাও তালি।
ধনীর রোগের ভয়
গরিব দের ক্ষুধার ভয়।
শ্রমিক দের চাকরির ভয়।
বাহিরে গেলে পুলিশের ভয়।
আটকে পড়া দের ঘরে ফেরার ভয়।
ভয় নিয়ে ও ব্যবসা হয় সে আর এক ভয়।