বুলেট বাজে ব্যালট বক্সে।
সেখ নাসিম আহাম্মাদ।


সব নয়।  তবে… কিছু কিছু পাখির
কিচিরমিচির ধ্বনি এখনও কানে পড়ে
সে-সব ধ্বনি তাদের আর্তনাদ নাকি উল্লাস বুঝিনা
কোন কোন পাখী আবার স্বেচ্ছা বন্দি, দানার লোভে।
কথা কয় বটে, তবে প্রভুর ইশারায়।
কোন পাখী আবার শিকল কাটার অপরাধে হারিয়ে গেছে
দিগন্তের আঁধারে, কোনদিন হয়তো-
আর ফিরতে পারবেনা তার সাধের নীড়ে।
কিছু কিছু বৃক্ষ শত প্রতিকূলতার মাঝে এখনও
মাথা তুলে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে।  
কিছু গাছ সভ্যতার আগ্রাসন ঠেকাতে যুঝতে যুঝতে
কোনমতে টিকে আছে
আধো নীল আকাশে সূর্যের প্রচণ্ড প্রখরতা যেন
ঝলসে দিতে চায় সবুজের সমাহার।
পড়ন্ত বিকেলে গাছ গুলো যখন একটু শান্ত হয়
তখন বাঘের ঘ্রাণ ত্রাস জাগায় হরিণের বুকে
আবার বিচলিত হয়ে ওঠে বৃক্ষ রাজী
রাতের আঁধার হাতছানি দিয়ে ডাকে হরিণ কে, একাকি ভেবে।
আতঙ্ক জাগে বুকের ভিতর।
কালো মেঘের আহ্ববানে স্বার্থের ভুতেরা
একত্রিত হয়ে কাঁধে তুলে নেয় সভ্যতার দায়িত্ব।  
মানুষের তৈরি বুলেট বাজে ব্যালট বক্সে।