চলে চলে সবই চলে।
সেখ নাসিম আহাম্মাদ।


চলে চলে সবই চলে।
যা চলার তা তো চলে, যা না চলার তাও চলে।
পশুকে ভগবান বলা চলে, পশুর নামে হত্যালীলা চলে।
প্রাণী হত্যায় পাপ হলে, মানুষ হত্যায় কি পুণ্য মেলে?
চলে চলে সবই চলে।
কালো টাকা আনার ছলে, দেশে নোট বন্দি চলে,
নেতা মন্ত্রীদের ঘোড়া বলে, হাটে বাজারে কেনা বেঁচা চলে।
শাসক দলের কেউ ধর্ষক হলে, রাজপথে নেমে আন্দোলন চলে।
চলে চলে সবই চলে।
ধর্মের নামে হত্যা করলে, সরকারি চাকরি মেলে,
সরকারের বিরুদ্ধে ভাষণে দিলে, তাকে গ্রেফতার করা চলে,
উত্তেজক ভাষণে দাঙ্গা বাধালে, আবার নিরাপত্তা রক্ষিও মেলে,
চলে চলে সবই চলে।
দীনতা ঢাকতে পাঁচিল চলে, তালাবন্দিতে শপথ চলে।
অক্সিজেন দিয়ে শিশু বাঁচালে, ডাক্তারের হাজত বাস চলে।
শাসকের বিরুদ্ধে আঙ্গুল উঠলে, তাকে দেশদ্রোহী বলা চলে।
চলে চলে সবই চলে।
ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বলে, সার্জিকাল ষ্ট্রাইক চলে।
সশস্ত্র জঙ্গি সহ সেনা আধিকারিক একই গাড়িতে মেলে।
ছাত্র আন্দোলনে লাঠি চলে, এন এস এ তে গ্রেফতার চলে।
চলে চলে সবই চলে।
আদালতের রায় বিরুদ্ধে গেলে, বিচারকের বদলি চলে।
গণ আন্দোলনে গুলি চলে, বয়সের বাহানায় জামিন চলে।
সর্বোচ্চ আদালতের প্রতিনিধির বলে, মধ্যস্ততার প্রচেষ্টা চলে।
চলে চলে সবই চলে।
ঠিকাদারের কাজে বাধা দিলে, ক্রিকেট ব্যাটে ধোলাই চলে,
মন্ত্রী সন্তানের গাড়ি আটকালে, মহিলা পুলিশের ইস্তাফা চলে।
পুলিশ খুনের আসামি হলে, অপরাধীর মিথ্যা এনকাউন্টার চলে।
চলে চলে সবই চলে।