এক বিঘৎ
হে মানব! তোমাদের কিশের অহংকার!
এক “বিঘৎ”-ই  তো “অস্তিত্ব” তোমার।
বিঘৎ ছাড়া পরিচয়, আছে কিছু কি আর?
কর কেন টানা টানি, একর হাজার হাজার।
দম বন্ধ হলে-ই তো, সাড়ে তিন হাতের কবর।
তারপর! “অস্তিত্ব” মানে খবর খবর আর খবর।
আঁখি দেখায় সাদা কালো রঙ্গিন বা যে কনো বর্ণ।
কর্কশ, সুরেলা, মৃদু, জোরাল আওয়াজ শোনে কর্ন।
ভাল বা মন্দ স্বাদের যা কিছু বোঝার বোঝে জিহ্ববা।
সুগন্ধ না দুর্গন্ধ, যা কিছু বোঝায় সেই তো নাসিকা।
উপলব্ধি আমাদের যা কিছু  তার দায়িত্বে আছে মগজ।
মগজ ছাড়া দেহের “অস্তিত্ব” সে তো কোরা কাগজ।