হৃদয়ের গভীরে
কলমে…… সেখ নাসিম আহাম্মাদ ।


ডিমের কুসুমটা ব্যস্ত আস্ত বিকেল টাকে
খুন করে সন্ধ্যা নামাবার  
মেঘের আন্দোলন পাখির শ্লোগান কিছুই  
কর্ণ কুহরে পৌঁছলনা তার
ক্লান্ত চিলের মতন ধীরে ধীরে শীত
এসে নামল নিঃশব্দে
নীরবে কুয়াশা দখল নিল চোখের পাপড়ি
শিশিরের ফোটায় স্ফটিকের মতন স্বচ্ছ
মুক্ত ঝরা হাসি মুখ যখন ঘুচিয়ে
দিতেছিল বিগত ক্ষত
হৃদয়ে বজ্রাঘাত হানে অবয়বের অস্পষ্টতা
ঠিক তখন একরাশ নোনাজল ধুয়ে দিল সব
কবিতার মেঘ হৃদয়ের কান্না হয়ে ঝরে পড়ে
ঘাসের আগায় হীরক দ্যুতির মতন পুলকিত নক্ষত্র রাজি  
থামাতে পারেনা আঁখি প্রপাত
একটু পরশ পেতে ছুটতে থাকে প্রাণ পণ
পদতলে প্রাণ যায় হাজার হাজার তারকা পুঞ্জের
কুন্তলের আঁধারে লুকিয়ে পড়ে কায়া
স্বপনের গভীরে কলমের কাটা কুটি
হৃদয়ের ক্যানভাসে রঙের উৎপাত
মনের সেই উৎকণ্ঠা আজও থেকে গেছে মিতা
কখনও জানতে পারবে কি আমার মনের কথা ?