।। কৈশর ।।
সেখ নাসিম আহাম্মাদ।


জন্মেছি তৃণ সম, মাড়িয়েছে যে পেরেছে যেমন।
উঠেছি বেড়ে গাছেদের সাথে, আগাছারা বাড়ে যেমন।
পার কৈশর,পা যৌবনে,আঁখি ঘোরে দিকবিদিক,কল্পনা প্রতিক্ষণে।
কি, কেন, কোথায়, কখন, কিভাবে শত শত প্রশ্ন জাগে মনে।
যাহা কিছু পায় তায়, পারলে জল ও চিবিয়ে খায়।
চিত্তে রাম-ধনুর আলপনা, হৃদয়ে যেন শিহরণ বায়।
নব কিশোরীর ঘৃণ্য কটূক্তি কিমবা নেশা কর তির্যক দৃষ্টি।
বুঝিনি তো হায় কে আসল কে নকল সবই বিধাতার সৃষ্টি।
চোখে আসে যা কিছু সবই যেন সুন্দর, সুন্দরের ব্যাখ্যা কিভাবে হয়।
কল্পনার আলপনায় আঁকা রঙ্গিন ছবি গুলো কেমন ধুসর হয়ে যায়।
দেখি আঁকাবাঁকা চোখে তরু-লতার মত ভাবি প্রেয়সী দেবে ধরা।
অশান্ত বুভুক্ষু হৃদয় শূন্য শূন্য ফেরে দিন শেষে হয়ে যায় মন মরা।