নারী পুরুষে কি বন্ধুত্ব হয়?
সেখ নাসিম আহাম্মাদ।


সায়াহ্নে আসিয়া প্রেম যেন উঁকি মারে,
অনেক খুঁজেছি যারে আমি বারে বারে।
সময়ে দেয়নি ধরা কেটেছে বেহাল,
রয়ে গেছি সেই থেকে প্রেমের কাঙাল।
যেদিক দুচোখ যায় চলে যাব সেথা,
রাই বেশে তুমি যদি চলে এস হেথা।
হৃদয়ের মাঝে তুমি শয়নে স্বপনে,
লায়লি মজনু হয়ে কাটাব দুজনে।
কাগজের ঘুড়ি হয়ে উড়ে যেতে চায়,
সুতা যদি কেটে যায় ঠিকানা হারায়।
অনুরাগী না বান্ধবী বুঝি না তো হায়,
পুরুষ নারীতে বন্ধু! সে কিভাবে হয়?
হৃদয়ে যে রঙ আছে সে তো মোর নয়,
পারিনা ফুটতে আমি মনে লাগে ভয়।
বহু কারণে মোদের মত পালটায়,
অবিশ্বাস দানা বাঁধে যেন অভিনয়।
প্রয়োজনে প্রতিশ্রুতি ঠিক মনে রাখি,
প্রয়োজন মিটে গেলে কে বা মনে রাখি।