নোনা লাগা প্রেম।


কলমে … সেখ নাসিম আহাম্মাদ।


অলক্ষ্যে সময় খসে পড়ে নোনা লাগা ধ্বসে পড়া
দেওয়ালের মতো।
ঝির ঝির ঝির ঝির কখনও বা একটা
বড় চাঁই, ধড়াস্ ।  
এক ঠায় দাঁড়িয়ে যুঝতে যুঝতে বুঝতে পারেনা
বজ্র আঁটুনি কখন গেছে ফসকে ।  
“ আজ যা শাশ্বত সত্য কাল তা নিরর্থ ”
“ আজ যা অস্তিত্বহীন কাল তা অব্যর্থ ”
বালুকার চরে সবুজের সাগরে মনোরম উদ্যানে
ঘাসের গালিচায় প্রকৃতির অবগুণ্ঠনে
নরম ঠোঁটে গরম নিঃশ্বাসে
শিলমোহর দেওয়া প্রেম ও ফসকায় ।  
সঙ্গী বদলায় প্রেম, বদলাতে চায়
নোনা লাগে আশা ভরসা ভালোবাসায় ।
প্রকৃতি ও তখন হাসে
বদলে যাওয়া সঙ্গী ও বদলানো প্রেমে ।