তবু বেঁচে আছি।
সেখ নাসিম আহাম্মাদ


আজও বেঁচে আছি
জানিনা কেমন করে; কিন্তু বেঁচে আছি।
যদি বলো এ বাঁচা; বাঁচা, তাহলে বেঁচেই আছি।
পথের কুকুর বিড়াল বনের শেয়াল তারাও তো বেঁচে থাকে
বেঁচে আছে। তাহলে আমি নয় কেন!
আতঙ্কের মাঝে থাকতে থাকতে
বঞ্চনাকে বঞ্চনা, যন্ত্রণাকে যন্ত্রণা,
আতঙ্ককে আর আতঙ্ক বলে মনেই হয়না। সব সয়ে গেছে।
সভ্য জনপদে মানুষ খুঁজতে খুঁজতে হয়রান, শুধু কিলবিল
করা বোধহীন ভোটার দেখতে পাই। মানুষ নয়।
মানুষ পোড়া গন্ধ পাই, তাতেও ভয় নেই, হাতে রুমাল আছে
পথ শিশুদের যন্ত্রণা, রাষ্ট্রীয় বঞ্চনা, ধর্ষিতার চিৎকার
আমার বিবেক স্পর্শ করতে পারেনা
শোষণের বিরুদ্ধে ন্যুব্জ শির দাঁড়া
আমি প্রতিবাদ করতে পারিনা। আমার কলমও চলেনা।
দিগন্তের উতরোল জলরাশির উৎকলিকায় আমি বিমুগ্ধ
আর্তের আর্তনাদ যেন বদলে যায় পাখির কলরবে
কাঠঠোকরার চঞ্চুও চোখে পড়েনা
লাশের গন্ধ ঢাকা পড়ে যায় গন্ধরাজ ফুলের গন্ধে
দুর্নীতি-বাজ আজ নীতি নির্ধারক
শেয়ালের ধুর্তমি শুয়োরের রতি-ক্রিয়ার আগ্রাসী দৃষ্টিতে
গ্লামার গার্লদের উন্মুক্ত বক্ষে সুখ সন্ধানে
উন্নয়নের স্বপ্ন ডানায় অর্থের পাহাড় গড়ে।
মহুয়ার নেশায় ঢুলু ঢুলু আমার মৃত প্রায় চেতনা
ক্ষুন্নিবৃত্তির তাড়নায় আজ আমি পাইক পেয়াদা  
লালসার পর্দায় বিবেক ঢাকা
তবু বেঁচে আছি।