তুমি কত অসহায়---
সেখ নাসিম আহাম্মাদ


সৌর জগৎ-এ সবার চেয়ে শক্তিমান তুমিই রবি।
শুকিয়ে দিতে পারো, তুমি চাইলে সবই।
ধরণির সমস্ত পুকুর খাল বিল হ্রদ নদী।
কিন্তু তুমি কত অসহায়---
তোমার প্রচণ্ড প্রখরতা শুকাতে পারেনা-
শ্রমিকের গায়ের ঘাম।


সৌর জগৎ-এ সবচেয়ে মায়াবী আলোক-রাজি তুমি শশী।
তোমার মায়া-দ্যুতি দেখি এই ধরণীতে বসি।
গভীর তমসা-কে মুহূর্তে করতে পার মায়াবী।
কিন্তু তুমি কত অসহায়---
তোমার এমন স্নিগ্ধতাও জাগাতে পারেনা-
বিরহার মুখে হাঁসি।


ধরিত্রী বক্ষে সবচেয়ে বড় জলাধার তুমিই সাগর।
চাইলেই ধারণ করতে পার মহা-প্রলয় রূপ।
লণ্ড ভণ্ড করে ধুয়ে দিতে পারো গোটা পৃথিবী।
কিন্তু তুমি কত অসহায়---
তোমার সুনামির হাজার হাজার ঢেউও
ধুতে পারেনা আর্তের ক্রন্দন।


মহা-বলয়ে সবচেয়ে বড় লীলা-কার তুমি বাতাস।
তুমি চাইলেই ধরতে পারো শত রূপ।
সাইক্লোন হ্যরিকেন আয়লা লায়লা ফনি আমফান।
কিন্তু তুমি কত অসহায় --- তুমি পারোনা
মর্তের যত পাপ শোষন ত্রাসন-কে  নরকে সমাহিত করতে।