মনের মধ্য  শব্দ গুলো
করছে উড়ো উড়ো,
কেমন করে একাডিয়ার
গল্প  করবো আমি শুরু।।
ক্লান্তি ভরা মনটা আমার শুধুই ঘুরতে চায়,
কিভাবে যে যাব আমি ,
ঐ দূর্গম পাহাড়ের গায়।
ক্লান্তি আমার উবে গেল
অসীম ভাল লাগায়.!
পাহাড়-সমুদ্র-আকাশ ছুয়েছে  
ঐ সুদুর নীলিমায়।  
আকাশের মেঘেরা ছুটছে ঐ
পাহাড়ের পাশে পাশে,
সাগরের পানিরা ডাকছে ওদের
কী অসীম ভালবেসে।
রং  তুলিতে ফুটবে না  সেই নন্দিত ছবি খানী,
কোন ভাষায় যে লিখবো  আমি
নইতো কবি আমি!
কেমন আবীর মেখেছ তুমি
এই ধরনীর গায়,
মনটা আমার বারবার শুধু
সেজদায় লুটাতে চায়।
ওগো মহান ! কোন সে কারিগর,
আপন মনের মাধুরী দিয়া
গড়েছেন  খেলাঘর।
মনের গহীনে গেথে  যাওয়া একটি রুপালী সুর,
চোখ  মুদিলে দেখতে পাব,
একাডিয়া  নয়তো কোন দূর।
স্বপ্নে ছিলাম ,না জাগ্রত  ছিলাম,
পলকের  মধ্যে যেন
বাকহারা হলাম।  
নয়ন আমার সার্থক হল,
আমি  যে কী হেরিলাম !
সুবাহান আল্লাহ ,
আমি যে মুগ্ধ হয়ে গেলাম!
ধন্যবাদ বিধাতা,
তোমাকে হাজার কোটি সালাম।