আলহামদুলিল্লাহ ,আমি কাবাঘর দেখেছি,
দুচোখ ভরিয়া
অপলক দৃস্টিতে
শুধু তাকিয়ে থেকেছি!!
ছুঁয়েছি আমি
হযরে আসওয়াদ
কি  অসীম মমতায়,
মাথা নত করেছি
আমি বিনম্র শ্রদ্ধায়।  
কি যে ভাল লাগা !
অন্তর নিংড়ানো আমার,
জানিনা কোন
পুন্যবলে এই
বাসনা পূরন হল আমার।
আলহামদুলিল্লাহ,
পান করেছি
প্রান ভরে
জমজমের ঐ পানি,
কোন সে নিয়ামত!!
তৃষ্ণার্ত প্রানের
মধুর এক
সন্জীবনী শরবত।।
আলহামদুলি্লাহ।
হে মহা মানব,
তোমার রওজা
দেখে আমার চোখ দুটি
হল ধন্য,
মাটির মদীনা সোনা হল,
শুধুই তোমার জন্য।।
হে প্রিয়  রাসুল,সোনায়
মদীনায় শুয়েআছেন,
তিন ভূবনের
সর্ব শ্রেষ্ঠ ফুল।
যার সুগন্ধে
পাগল পারা ,
বিশ্ব নিখিল
মাতোয়ারা ,
পড়ছে দুরুদ,
দিচ্ছে সালাম,
মানবকূল আর
ফেরেশতারা ।।
শূকরিয়া,জীবনের অনেক
অপূর্নতার মাঝে,
পূর্ণতার এক শ্রেষ্ট ছোঁয়া,
অনাবিল আনন্দে বুকের মধ্যে
এক চরম তৃপ্তি পাওয়া।
দিবা-নিশি
মনে হয়,এ পাওয়া প্রভু
শুধুই তোমার জন্য,
মনের মধ্যে আমার কাবার ছবি,
এতেই আমি বারে বারে
হয়ে যাই ধন্য !!