স্মরণ করিয়া রাখিব তোমায়
        সারা জীবন ভরে ,
কাগজে -দেয়ালে, পাথরে - অন্তরে ,
      অতীব যতন করে ।
উনিশ - বিশে  আছ যারা
      উত্তরসূরির কাছে বলবে তারা ,
কি - নি - দারুন ভয়ংকরে ।
      হাঁচিতে  করোনা ,কাশিতে করোনা ,
       জর হলে তো চোখ ছানাবড়া।
ঘর লকডাউন, দেশ লকডাউন ,লকডাউন  হলো পাড়া ।
নাকে মাস্ক দিয়ে এবার করোনাকে করবো তাড়া ।
      মায়ের কাছে সন্তান যাবেনা
         করোনায়  খাবে বলে ,
পিতার লাশ পুত্রে ছোবেনা  
         করোনায়  নিবে বলে ।
চোখের সামনে গেলো কত প্রাণ ,
         আস্তিক , নাস্তিক, মোল্লা ।
লক্ষ লক্ষ মানুষ গুলো
         মৃত্যুর মিছিলে দিল পাল্লা  ।
অতি দম্ভ ছিল মোদের
       "মানুষ সৃষ্টির সেরা ",
অহংকারী মানুষ গোষ্টি
        করোনায় খেলো ধরা ।
মসজিদ বন্ধ ,মন্দির বন্ধ ,
         গির্জা বন্ধ ভাই ।    
পৃথিবীটা থমকে গেলো  
         শেষ   আশ্রয় টুকুও নাই ।
এমনি করে তো জীবন চলেনা
         এ কেমন ভয়ংকর অসম্মান ,
  তোমার সৃষ্ট সেরা জীব কে
         করোনা করছে যে  অপমান    ।
আর কত ,এবার দয়া করো হে দয়াময় ,
         আমরা যে বড়ই ক্ষুদ্র ,বড়ই অসহায় ।
একমাত্র মালিক তুমি প্রভু ,
          তুমিই মালিক সাই ।
ভয়ংকর এই মহামারী, দুর্যোগ থেকে
           মোদের ত্রাণ কর্তা  আর কেহই নাই ।
  আপন গতিতে চলতে চাই আল্লাহ ,
            করোনাকে  করে জয়।
তোমার হুকুম ছাড়া প্রভু, কখনোই তা সম্ভব নয়।