ভিতর থেকে ঊঠলে কথা মন পবনের বয়,
অনেক সময়  এমন কথা সুপ্ত থেকে ই যায়।
কথা গুলো রিনরিনিয়ে মনের মধ্যে বয়,
এমন কথা বাইরে এনে মুক্তি দিতে হয়।
মুক্তি পেয়ে কথা গুলো নদীর জলে ভাসবে,
ছুটি পেয়ে কথা গুলো
ফুলের সাথে হাসবে।
কথা গুলো হয় না যেন
কার ও চোখের জল,
ইথারে ইথারে ভাসবে কথা রইবে চিরকাল॥
একটি টিপ একে দিলাম নীল আকাশের গায়ে,
কথা গুলো ছড়িয়ে দিও
ভালো বাসার ছোয়ায়  ।