সুন্দর এই  ধরনীতে
সবাই বাঁচিবার চায়,
মায়া-ভরা এই দুনিয়ায়
সেটা ই-তো হবার নয়।
তুমি এসেছিলে একদিন
এই শূন্য বাগিচায়,
বাসা বেঁধে ,চলে যাবে
উড়ে যাবে সূদুর নীলিমায়।  
হঠাৎ করে মৃত্যু -দানব
দিবে এসে হানা,
সব সম্পদ  দিয়ে ও ঠেকাতে পারবে না,
শুনবে না সে মানা।
একদিন সবাই যাবে
ঐ না  ফেরার দেশে,
হয়তো কেহ আগে
নয়তো সবার শেষে।
ভেবোনা তুমি,আমার পরে তুমি,নয়তো তোমার  পরে আমি।
যেতে যে  হবে ই তোমায়,
এখানে ই জীবনের
কঠিন পরাজয়।
ভাই-বন্ধু পরিবার কাঁদবে ,শুধুই দুই দিন,
অচীরেই ভুলবে  তোমায়,মনে রাখবে না চীরদিন।
যেথা  থেকে এসেছ তুমি
সেথায় যাবে চলে,
বেশী মত্ত  হইও  নাকো তুমি, চলে যেতে হবে কিন্তু,কিছুই না বলে।
শূন্য হাতে যেও নাক,
কিছু তো নিয়ে যেও,
“মানুষ মানুষের জন্য”
এই বুলিটা হোক ,সবার পাথেয়।
সৎ কর্ম  বেঁচে থাকবে
সারা জীবন ধরে,
অমর করিয়া রাখিবে
তোমায় চীরজীবনের তরে।