বুকের ভেতর একটা শহর নিয়ম করে কাঁদে
একটা শহর যতন করে মশলা দিয়ে রাঁধে
নাম জানিনা ধাম জানিনা একটা শহর হাসে
বিক্রিত সুখ তাই তো দেখি নোনাজলে ভাসে


আঁধার আঁধার চৌদিকে আজ আলোর মায়ে মরছে
তাই তো সুখের ব্যালকনিতে মেকি আলো পড়ছে


হৃদয়হেরায় আর আসে না ওহী
এ বেদনা ক্যামনে বলো সহি


কার ঘরে যে কার সুরতে ঢুকি সকাল দুপুর
পায়ের মাঝে ঘড়ি আমার হাতে সোনার নূপুর


এসব সবই বাজে কথা আবোল তাবোল গল্প না
উরুর ফাঁকে আকাশ দেখা জীবনখানা অল্প না


মনের ভেতর যাচ্ছে ফেঁসে মায়া
না বুঝে মন বুঝে মানুষ কায়া
মায়া সবই মায়া...


(১২ জুলাই, ২০১৯, ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত)