সেদিন দুপুরে রোদের সাথে কথা হলো-
আশ্চর্য ! রোদ আমাকে চিনতে পারেনি
অবশ্য চিনতে পারার কথাও নয়।
স্বভাবসুলভ তেজোদীপ্ত ভাষায়
গজগজ করে বললো, “আপনি কে?”-
নীরবতা ভেঙে একটু নি:শ্বাস নিলাম
পরিচয় দেয়ার বিন্দুমাত্র ইচ্ছে জাগেনি


ভাবলাম, এই তো আমার চিরচেনা রোদ;
একদিন বুকের উঠোনে-
অনায়াসেই যার যাতায়াত ছিলো
মুখ গোজার জন্য এই তপ্ত বুকটাকেই
যে একান্ত নিবাস ভেবেছিলো-


মুহুর্তেই মেঘ এসে রোদকে ঢেকে দিলো
অজানা আশংকায় পৃথিবী আঁধারে ডুব দিলো
রোদের লুকোচুরিতে আমিও হারিয়ে গেলাম-


তারপর... অনেক সময় চলে গেলো-
আজও ভোর জানালায় রোদ খেলা করে
একান্ত অবহেলায় তাকিয়ে দেখি-
এ যে অচেনা রোদ, আমার কেউ নয়।


(২৮ সেপ্টেম্বর, ২০১৩)