আকাশ ভাঙ্গা ইছেগুলো
ধূসর মেঘে কপাল ছুঁইয়ে
নীরবতায় কাঁদতে চায়,
হার না মানা জেদের কাছে
ধূসর কালো ইছেগুলো
আকাঙ্খিত বিচার পায়।


হয়ত একটু আবোলতাবোল
অস্বচ্ছ সেই সংবিধান,
তোমার চোখের তারায় শুধু
মিথ্যে খোঁজার অঙ্গীকার-
ঘড়ির কাঁটায় শূন্য খোঁজা
ব্যার্থতার যে অভিপ্রায়,
হয়ত সবুজ স্বাধীনতায়
মৃত্যুসম শান্তি পায়।