ভুলে যাওয়া রাস্তাদের প্রতি পদক্ষেপে যত কৃষ্টি লুকিয়ে আছে
নৃত্যরত বৃত্যসমূহের আকাশে,
মেঘের কণায় কণায়, বৃষ্টির অবাধ্যতায়,
ট্র্যাফিক সিগনালের আদি অন্তহীন প্রতীক্ষায়,
ওরা মাথা চাড়া দিয়ে ভিজিয়ে দেবে আঁকাবাকা কালো অক্ষরগুলো।


বরফের শুভ্রতা ঢেকে দেওয়া কালো জুতোর মত,
হিমালয়ের চূড়ায় শেষ বিপ্লবের মৃত্যুঘণ্টা-
কৃষ্টিদের প্রশ্রয় দেবে;
আজ,
কাল,
পরশু।