কিছু আশা করাটা বোধহয় ভুল ছিল
কিছু আবেগ দেখানোটা বোধহয় ভুল ছিল
সত্যি ভাবাটা বোধহয় ভুল ছিল
হয়ত বোঝাটাই ভুল ছিল
কিন্তু মানুষের ভালবাসাটা কি ভুল ?
মানুষের চাওয়া - পাওয়াটা কি ভুল ?
জানিনা....
সত্যি-ই আজ বুঝতে পারিনা না
হয়ত একদিন আসে যেদিন মানুষ বুঝতে পারে
তার সেদিনের ব্যর্থতা - সেদিনের বিকল্পতা ,
তার বোঝা তাকে যুঝতে হয় প্রতিনিয়ত
কিন্তু তার বিচার হয় সেদিনের ঝরাপাতায়
হয়ত ঘুরে দাড়াবার স্বপ্নে বিভর থাকে সে
পুরানো পাতা নতুন ভাবে লেখার ।
হয়ত সফল পথের গোড়ায়
কোনো নতুন রাস্তার কোণে ,
উঁকি মারে সেদিনের ভালবাসা
ঝুঁকে দেখে নতুনের সফলতা ।
নতুন জীবন নতুন কাহিনী
সময় আসে সময় বলে দেয়
ভাঙা স্বপ্নের ছেড়া পাতার
নেই হারাদের পাতায় যোগ দেয় ।
কিন্তু চোখের কোণের জলরাশি
বিছিয়ে দিয়ে সারি সারি ,
সত্যি ভালবাসাটার জানান দিয়ে যায়
সেদিন ও ছিল..আজও আছে
ভালোলাগাটা ভালোই থেকে যায় ।।