সমাপ্তি হয়েও হয় না ,
ঘরের তোতা আর কথা বলে না ।
ফুজিয়ামার মতো সুপ্ত সে
দিনে দিনে চিম্বােরাজো হচ্ছে একান্তে ।


সমাপ্তি হয়েও হয় না ,
অস্মরণ ওই ২রা ফাল্গুনী ২০ এর দিনটা ।
বয়ে যায় অনেক অভিমান
তাও অদ্যাবধি একগুচ্ছ পিছুটান ।


সমাপ্তি হয়েও হয় না ,
তাই আর রাতের আকাশে তারা গুনি না ।
জানালা দিয়ে ইন্দ্রধনু দেখা যায় না
তাই আকাশ পানে তাকিয়ে থাকি না ।


সমাপ্তি হয়েও হয় না ,
দীপ্ত শিখায় আমার কবিতা ।
সেই বট বৃক্ষের পল্লব মিশিয়ে গেছে মাটিতে ,
তবুও ক্যাকটাসের মত আসো শুধু স্বপ্নের তিমির রাতে ।