আমি চেয়েছিলাম ভালোবাসা
আর সে চেয়েছিল নেভাতে দেহের উষ্ণতা ,
পারিনি তাকে দিতে
তাইতো দুশ্চরিত্র আমি অবশেষে ।
হয়েছিল খুবই ঘনিষ্ঠ
বুঝেছিলাম সে চাইছিল দেহযষ্টি কাম্পিল্য ,
তাইতো তার ছিল উন্মুক্ত বক্ষ-ভাঁজ
দেখা যাচ্ছিল কাঁচুলির উপর আঁকিবুকি দাগ ।
সংযম করেছিলাম নিজেকে
করিনি তাকে স্পর্শ ,
তাইতো তার কাছে আজ
আমি অক্ষম ও দুশ্চরিত্র ।