কাটা ঘোরে বারো থেকে বারো
সকাল থেকে রাত হবে আবারও ,
অলিতে-গলিতে , শহরে-নগরে
চেঁচামেচি চিৎকার সব হয় রাতে ,
কতজন এল আর কতজন গেল
তবুুও দেখ কেউ নেই কাছে ।


দুটো পাখি একসাথে বেঁধেছিলো বাসা
চোখে নিয়ে স্বপ্ন , মনে কত আসা ,
হালকা বাতাসে ঘর নরবর
এক পাখি ভাবে এই এলো বুঝি ঝড় ,
একজন আগলায় , একজন হাসে
একজনের সংশয় উড়ে গেল শেষে ,
বোকা পাখি একা হলো
আজ তার কেউ নেই পাশে ।


চেনা মানুষের মুখে নতুন মুখোশ
সময়ও তো বদলায় , ওদের কি দোষ ,
পাড় ভেঙ্গে পাড় হয়
ওপাড় তো সুখের হয় ,
আমি আছি , একা আছি
আমার কেউ নেই সাথে ।