খাঁচার ভিতরে থাকি
উড়তে চাই আমি রোজ ,
চোখেই জল জমা রাখি
এই ভাবেই হবে আমার মৃতু্য ।


খুঁজে নে - খুঁজে নে
কোন খাঁচায় থাকে কোন লাশ ?
বুঝে নে - বুঝে নে
চারদিক থেকে দিয়ে যায় বাঁশ ।


আকাশে উঠেছে ইন্দ্রধনু
চোখ ভরে দেখি ওই চারু ,
বেনীআসহকলা রং লাগে ভালো
তবুও মানুষের মন কেন এত কালো ?


খুঁজে নে - খুঁজে নে
কোন খাঁচায় করে কে রাজ ?
বুঝে নে - বুঝে নে
কে দেবে কার উপর বাজ ?


কখনো অভিলাষ , কখনো নিরাশ
কখনো চোখ শুষ্ক , কখনো বা জলসিক্ত ।
আমি কখনো আশীর্বাদ , কখনো বা অভিশাপ
আর কবিতা লিখি , শুনে যায় কালো কাক ।


খুঁজে নে - খুঁজে নে
ধাতু দিয়ে তৈরি  জাল ,
বুঝে নে - বুঝে নে
কেন কাক খুঁটে খায় জঞ্জাল ?