‘মা’ মানে —
অকৃত্রিম ভালোবাসা,
স্নেহ আর মমতার ঝুলি।


‘মা’ মানে —
অযথা আবদার,
পড়তে না বসার বকুনি।


‘মা’ মানে —
দুই নয়নে ছেলের প্রতিচিন্তা,
আর বারবার ‘বাবু বাবু’ বলে ডাকা।


‘মা’ মানে —
জীবনের প্রথম শব্দ,
আর চেনা প্রিয় মানুষের গন্ধ।


‘মা’ মানে —
প্রথম খেলার সঙ্গী,
আর প্রথম উপদেষ্টা।


‘মা’ মানে —
ছেলের সাথে ভাগাভাগি অভিরুচি ,
নিজে অভুক্ত থেকে ছেলের জন্য খাবার রাখা।


‘মা’ মানে —
স্বয়ং ভগবান
তাইতো কিছু হলে ‘মা’ বলে চিৎকার করে ওঠা।