আমার ভাষা, তোমার ভাষা
ইংরাজী নয় , হিন্দি নয়
মোদের প্রিয় বাংলা ভাষা ।


নাহি পারি ইংরেজি ভাষা
তাই সকলের কাছে আমি অবহেলিত ,
ইংরেজি নাকি প্রধান ভাষা
বাংলা নাকি প্রায় অধুনালুপ্ত।


১৯১৩ সালে রবীন্দ্রনাথ বাংলা ভাষায়
দিয়েছেন নতুন প্রাণ ,
নোবেল এসেছে বাঙালির ঘরে
এ যে বাংলার মহা দান ।


রাজপথে নিহত হন
সালাম , শফিক , বরকত ও জব্বার ,
দেশের ভাষায় গাইবো গান
বাংলা মোদের প্রাণ ।


শহীদ ছাত্রদের তাজা রক্তে
রাজধানী ঢাকার রাজপথ রঞ্জিত ,
বাংলা , রক্তের চেয়েও দামি ছিল বলে
স্বর্নাক্ষরে বাংলা ভাষা সজ্জিত ।