এক আকাশে কত তারা
কত আলোকবর্ষ দূরে ,
তোমার আর আমার দূরত্ব
দিন দিন যায় বেড়ে ।।


ঝিনুকের ভেতর মুক্ত থাকে
তেমন আমার অন্তরে তুমি ,
ভেবেছিলাম সারা জীবন থাকবো একসাথে
তা আর হলো না হাতে হাত রেখে ।।


বুকের এক পাশে রেখেছি ,
জলহীন মরুভূমি —
আমি কষ্ট পেতে ভালবাসি
তাই বারবার তোমার কাছে ছুটে আসি ।।


বুঝেনা আমার কেউ ব্যথা
শোনেনা আমার কেউ কথা ,
চেনার মত আমায় কেউ চিনলো না
দেখে না কেউ হাসির শেষে ওই নীরবতা ।।