মানুষ হয়ে জন্ম নিয়েছো ঠিকই
মনুষ্যত্ব হীন হয়ে ,
হাতিটির ক্ষুধা মেটালে ঠিকই
আনারসের আকৃতিতে বোমা বানিয়ে ,
মৃত্যুবরণ করতে বাধ্য করলে ঠিকই
নিষ্পাপ ওই গর্ভবতী মাকে ।।


মূর্তি পূজা করো তোমরা
কত ভক্তি তোমাদের মনে ,
খিদের জ্বালায় এসেছিল
গর্ভবতী হাতি বন ছেড়ে গ্রামে ,
খেতে দিলে ঠিকই
হিংসা ভরা মনুষত্ব নিয়ে ।।


কি ক্ষতি করেছিল তোমার
খাবার দিতে না পারতে ,
কে দায়িত্ব দিয়েছে তোমায় —
হাতি হোক কিবা পশুদের হত্যা করতে ?
প্রাণ রক্ষার তাগিদে গিয়েছিল জলাশয়ে
পারলো কি গর্ভবতী হাতিটি নিজেকে রক্ষা করতে ?