আজ আমি আমাতে নেই
হারিয়ে যাচ্ছে সব প্রতি মুহূর্তে ,
মুহূর্তগুলো খুব হিংসুটে
যাকে কাছে চাই ,
তা আর কাল নেই।


কবিতা দিয়ে শুরু , বাদ্য যন্ত্রে শেষ ,
শূন্য থেকে অ্যালকোহল বা তারও উচ্ছন্নে....
মাথাটা কি সব  চিন্তা করে....
এদিকে দেখো,
চাঁদটা আমাকে দেখে হাসছে কেমন বেশ !


পণ্য সামগ্রী ভেবে নিয়েছে আমাকে
ব্যবহৃত আমি ছন্নছাড়া ,
হয়ে উঠেছি ফাগুনের ওই ঝরা পাতা
মিথ্যে সম্পর্কের সংকল্পে...
শেষ করেছি নিজেকে ।


দিন দিন হারিয়ে ফেলি সব দিনের আলোতে
খুঁজে পাই আমি তারাগুলো রাতের বেলাতে ,
তবুও সন্ধ্যে-ভোরে বেলায় অনেক খুঁজেছি
খুঁজে পাইনি নিজেকে ।