সারাটা অখিল কজ্জলে ঢাকা
চোখের জল গুলো নির্জনতায় ,
স্মৃতিগুলো জ্বলে পুড়ে ছাই
ওই বদ্ধ দ্বেষণ শিখায় ।


মাঝে মাঝে আসে সে রূপকথায়
তবুও চোখ মনে কি রেখেছে তাকে ,
তারাদের সংসার বিষণ্ণতায়
নিজেকে আজ ধাবনের মেঘ মনে হয় ।


নিকষ তিমিরাচ্ছন্ন ওই প্রকোষ্ঠে
কেটে যায় আমার সময় ,
নিস্তব্ধতায় ইতিবৃত্ত খেলা করে
ওই শুকনো ফুলের অস্মরণ অতলে ।