আমার বসন্ত বাস্তবের , সেখানে মালীর পরম হাতে
তৈরি গোলাপের জায়গা নেই ।
অবশ্য গোলাপও বিশ্বাস রাখি না —
আমার ওই ক্ষেত মাঠের ভাটফুলই ভালো ,
উগ্র বিষাক্ত এই গোলাপের গন্ধ সহ্য হয় না ।
তারচেয়ে শিশিরে মেশা খাদ্য , মৃদু গন্ধ আমার শ্রেয়
একাই থাকি —
দীর্ঘ প্রতীক্ষায় চেয়ে থাকি , ভাটফুল এর অপেক্ষায়
কবে আসবে পরানি চরম আহ্বান ।


পথে চলতে দেখতে পাই বর্তমান কালের
প্রণয় প্রণয়ীদের , তখন শুধু মনে হয়
প্রেম বলে কিছু নেই
এখন শুধুই শরীর শরীর খেলা ।
হ্যাঁ খেলায় তো খেলে ওরা
“এ” “ওর” ওপর বিষ ঢালছে , তো “ও” “এর” ওপর বিষ ঢালছে
প্রণয়ীর সুধা মাখা বক্ষ নিষ্পেষিত করছে প্রণয়ীরাই
হার্দিক অভিনন্দন , আবেগঘন প্রলাপে
“গোলাপরা” চায় তাদের বুকের আগুন নেভাতে
আর নরম হাতের প্রণয়রাও তো কম যায় না ।
হতাশ হই , আর মনে মনে ভাবি এখন কি আর
প্রকৃত ভালোবাসা নেই...........