অজস্র তারার মাঝে
তোমারই অনুসন্ধানে আমি ,
শুকতারার মতো কাছে থেকেও জ্বলজ্বল করো
তবুও ধরাছোঁয়ার বাইরে তুমি।


ঘুমন্ত শহরের বুকে
মধ্যরাতে একটি শিখা জেগে ,
আকর ভরা কষ্টে
বাবা নিয়ে যায় ভিনগ্রহে ।


গোলাপ আজ শুকিয়ে গেছে
তবু সে কারোর নয় ,
এ শহর চর্চা করে গভীরে
তাইতো আকাশ আজ ঘন কালো মেঘলায় ।


প্রকৃতির এই সৌন্দর্যতায়
বাবা জ্বলে চলেছে নিঃশব্দতায় ,
পাথর ভাঙ্গা মন এগিয়ে চলেছে
প্রকৃতির বুকে জীবনশূন্য শয্যায় ।