রোজ রাতে শুতে গেলে
ডাকে যেন কেউ ,
মনে হয় আমায় কেউ ডাকছে
উঠে দেখি চারপাশে নেইকো কেউ ।


রোজ রাতে আয়নার কাছে চাই শান্তি
আর পাই আমি আর্তি ,
মনে হয় আমি কোন সবুজ শাখী
অনেকে কেটে দিয়ে যাচ্ছে আঁকিবুকি ।


রোজ রাতে ভাবি আমি কবি
আর রোজ ভেঙে যায় ভুল ,
চারদিক থেকে বলে ওঠে
তুই ভুল... তুই ভুল...আর তুই ভুল...।


মা দরজায় ঠকঠক করে
বলে দরজা খুলতে,
তবুও জানালাতে বসে
চেয়ে আছি আকাশের চাঁদের পানে।


মন বলে চাবি খুলে তালা
তুই দাবি ভুলে পালা ,
রাত্রির রং নীল কালোতে ঢাকা
চারদিকে এসে পড়ছে চাঁদের রং সাদা ।


মনের দেওয়ালে মিথ্যে স্লোগানে লিখি —
আমি ব্যারন দ্বীপের আগ্নেয়গিরি ,
শক্ত অগ্নেয় মণি
লোকে দূর থেকে দেখবে , আমি জানি ।