তিমির অন্ধকারে সব পাগলের বাস ,
তাদের স্মৃতি সব
শিশির মাখা দূর্বা ঘাসে চাষ ।
দলীয়ে চলে সকলে ,  
বোঝে না তাদের কেউ !
শীতের ভোরে দেখা যায় ,  
পদচুম্বনে তাদের ঢেউ
জন্ম থেকে মৃত্যু সবই অচৈতন্য দেহে বাস ,
বোঝেনা কেউ আত্মার কী স্বাদ !