চেতনা গুলোয় লেগেছে জোয়ার,
দস্যি টা আজ বড্ড চুপ।
বসন্তের এই মাতাল হাওয়ায়,
পড়েছি তোমার প্রেমে যে খুব।


সন্ধ্যা তারা লিখছে ছড়া,
ছন্দ মনে কাটছে দাগ।
তোমার কথা ভেবেই এমন,
হটাৎ যেন ভুলেছে রাগ।


ব্যস্ত এমন ঘর বেঁধেছে,
মনের মাঝে অচেনা সুখ।
অনেক দ্বিধায় - ও আজ এ মন,
আগের থেকে ভীষণ চুপ।


গুনছে যে দিন, গুনছে যে রাত,
অজানা কিছুর প্রতীক্ষায়।
পলাশ বনে, হারিয়েও আজ,
ভাঙা তরী, কুল যে পায়।


শুকনো পাতায় ভরেছে পথ,
কৃষ্ণ চূড়ার অবাধ রং।
মিঠে আলোর হাতছানি তে,
একটু সত্যিই করছি ঢং।


মেঠো নদীও ধরেছে যে গান,
নদীর চরে অবাধ শীত।
উড়ছে ধুলো ভীষণ যে আজ,
কারন বৃষ্টি এখানে অনিশ্চিত।


লিখছি আবার ছিরছি কাগজ,
লেখায় আজ অনেক ভুল।
কারনটা কি শুধুই তুমি !
না না, আজকে আমিই ভাঙছি রুল (rule)।


জোনাকি খুঁজছি ভর দুপুরে,
প্রলাপ লিখছি পাতার পরে।
পাখির গানও লাগছে বেশ,
ছন্দ ভুলছি অ- কাতরে।


হোঁচট খেতে ভয় তো লাগে,
তবু, ভয় টা কম আমার আজ।
গড়তে জীবন এখনও আমার,
জানি ,বাকি আছে অনেক কাজ।


স্বপ্ন পূরণ করতে যে তাই,
পূর্ণতা চায় এই পাগল মন।
তাই যদি হয় পারলে তুমি,
হয়-ও আমার আপনজন।