বলিনি কখনও?
নিশ্চুপ হয়ে রয়ে যাব আমি, শত সহস্র যুগে,
কামিনী ফোটার সাঁঝ বেলার ওই,মুগ্ধ সৌরভে।

বলিনি কখনো?
বৈরাগী হয়ে ফিরি আমি আজও সেই কৃষ্ণ সাগর তিরে,
বঞ্চিত ব্যথা , ব্যথাতুর হয়ে ফিরে আসে আজও পারে।

বলিনি কখনও?
বিহ্বল হই,আজও শুধু তোমায় দেখার তরে।
হৃদয় টা, শুধু তোমারই জন্য কেঁদে কেঁদে আজও মরে।

বলিনি কখনও?
নিভৃতে আজও দাঁড়িয়ে আমি যে ,শুধু তোমারই প্রতীক্ষায়,
মন কেমনের স্মৃতি গুল এতো সহজে কি ভোলা যায়।

বলিনি কখনও?
চোখ বুঝলেও আজও আমি শুনি তোমার গলার স্বর,
সেই শ্রুতিতে বিনিদ্র আমি হয়তো জীবনভর।

বলিনি কখনও?
আমি যে ভেবেছি মাটির গভীরে ভীত শ্বাস মূল যত ,
বিলিয়ে দিয়েছি তােমাতে আমিযে সন্ধ্যা নামার মত।

বলিনি কখনও?
তুমি নিরুপমা, তোমাতে মুগ্ধ সত্যি আমি যে আজও।
স্বপ্নে আমার, তুমি আজকেও মহামায়া রূপে সাজো।

বলিনি কখনও?
গ্রীষ্মের সেই , চরম দাবদাহ তেও আমি,
তোমায় খুঁজে ভালোবেসে আজও কুড়ই হয়রানি।

বলিনি কখনও?
বর্ষার সেই তীব্র ,ভিজে মাটির গন্ধে,
তোমাকে আমি আজও খুঁজে পাই, প্রতিটি পাতার রন্ধ্রে।

বলিনি কখনও?
কাস ফুল আর , শরৎ এর পেঁজা তুলোর মেঘে,
তোমাকে আমি আজও খুঁজে যাই অনায়াসে উদ্বেগে।

বলিনি কখনও ?
লক্ষ বছর আগেই হয়তো নীরবে দিয়েছি সায় ,
এখানে এখন শীত আগমনী, পাতা শুধু ঝরে যায়।

বলিনি কখনও?
বসন্তে শুধু, কোকিলের সেই সুমধুর কুহুতানে,
তোমায় খুঁজেছি ঊষার আলোতে, সেই উজানের পানে।

বলিনি কখনও?
শুধু তোমারই কাছে নিজেই গিয়েছি মরে
গোপনে ভেবেছি ভালোবেসে যাবো হাজার বছর ধরে।