একদিন ঠিক পালিয়ে যাবো,
পালিয়ে যাবো শীতের ভোরে...
একশো খানা মান অভিমান
আর-এক পক্ষী রাজের পিঠে চড়ে।


উড়বো সেদিন মাঝ আকাশে,
উড়বো দুটো ডানা মেলে।
ডাকবো তোমায় হাঁক দিয়ে যেই,
দেখবে তুমি চোখটি তুলে।


একদিন ঠিক হারিয়ে যাবো,
হারিয়ে যাবো বৃষ্টি রাতে।
অনেক গুলো না বলা কথা,
আর একটু খানি দুঃখ সাথে।


হারাবো সেদিন অচিনপুরে,
নাম না জানা রাস্তা ধরে।
দেখবো তখন মুচকি হেসে,
কজন আমায় মনে করে।


একদিন ঠিক মিলিয়ে যাবো,
মিলিয়ে যাবো হওয়ার সাথে।
ফিরবো না আর সেদিন আমি,
চেনা এই পথ ঘাটেতে।


খুঁজলে সেদিন আর পাবেনা,
পাবে নাকো আর আমায়।
বুঝবে সেদিন ঠিক ই তুমি,
হয়েছে কতটা অবক্ষয়।


একদিন ঠিক ভুলিয়ে দেবো,
ভুলিয়ে দেবো দিনগুলো।
উরাব স্মৃতির বেদীর উপর,
জমে থাকা সব বালি ধুলো।


পড়বে মনে সব কথা ঠিক,
হাসবে সেদিন মনে মনে।
খুঁজবে সেদিন ঠিক আমাকে,
মরা নদীর মাঝখানে।


একদিন এই আসবে ঠিক-ই,
হবে সবার মন ভারী।
দেখবে তখন অবাক হয়ে,
আমিও সব ভুলতে পারি।