দিনের শেষে মুখটা লুকাই,
ঘটাই মনের রং বদল,
আলোয় যেটা খুবই চেনা
দিনের শেষে তাও নকল।


মনের কোনে লুকানো স্মৃতি,
মারছে উঁকি ফের দেখো।
বলছে শেষে মুচকি হেসে,
এবার না হয় কিছু শেখো!


পুরোনো হলেও ভুলিনি কিছুই,
ভুলিনি এখনো দিন গুলো,
সত্যি গুলো ই ভীষণ খারাপ,
জমিয়ে দিলো এই ধুলো।


যার সাথে আজ ছন্দ মেলাই,
লিখবো ভাবি নতুন গান ,
মুখোশ খসে পড়লে তারাই,
বাড়ায় মনের অভিমান।


মন খুলে আজ সাহস করে,
যাকে, বলবো ভাবি শুকরিয়া।
একটু সময় দিলেই তারা,
বানায়, মন ভাঙানোর পক্রিয়া।


ভালোবেসে পাতার উপর,
লিখছি যখন তাহার নাম।
পাঠাবো যখন ভাবছি চিঠি,
শুধু হারিয়ে যাচ্ছে সাধের খাম।


মনের কোনো গহীন কোনে,
এক অজানা কোনো আচ্ছাদনে।
লুকিয়ে আছে স্মৃতিরা আজও,
সময় হলেই পড়বে মনে।


রং বেরঙের স্বপ্ন গুলো,
পড়লে মনে লাগে যে বেশ।
খুশি গুলো তার লাগোয়া যত,
দিনের শেষে নিরুদ্দেশ।


বেহায়া যত ইচ্ছা গুলো,
খেয়াল খুশির ঘর বানায়।
যেতে ইচ্ছা করলে সেথায়,
ইচ্ছা গুলই পথ হারায়।


মনকে যখন দোহাই দিয়ে,
বোঝাই যখন অনড় গল।
বেহায়া তখন, সব আবার ভুলে,
ঠিক করবে কিছু গ্যারাকল।


অপদার্থ মন টা আবার,
না শুনে মোর কোনো বাড়ন।
আবার তাকে ছেড়ে দিলো,
নিজের মনের সিংহাসন।


যা হওয়ার, তা আবার হল,
ভাঙলো বাড়ি, লুটলো দেশ।
আগেও তাতে ভালোই ছিলাম,
এখনো কিন্তু আছি বেশ।


হিসাব নিকাশ না করে তাই,
চলো বানাই নতুন সমীকরণ।
বেশি বুঝে আর লাভ নেই তাই,
না হয় করব পরেই অনুধাবন।


স্মৃতি গুলো বেশ মধুর ই ছিল,
সমাপ্তি তেই ভাঙলো মন।
সেই মধুর স্মৃতির ঝুলি নিয়ে হাতে,
বেশ করছিলাম ই দিনযাপন।


মনকে বোঝা বড়ই কঠিন,
কখন কে জানে কি, মর্জি হয়।
খুশি হলে মন আবার বেশি,
তাই একটু একটু ভয় তো হয়।