কথার জোয়ারে ভাসছি সকলে, স্মৃতির বাঁধন ভেঙে,
আকাশ কুসুম চিন্তা তে যে আজ কল্পনা কে মেনে।
করছি হত্যা স্মৃতিগুলো রোজ, ভুলতে পুরাতন আহ্বান,
চিৎকার গুলো ধীরে ধীরে আজ, হয়েছে যে ম্রিয়মাণ।


গল্পটা সে যে আজও শোনেনি, শোনার সময়ও ছিলো না তার,
শুনলে বলতে আমি কেন আজও, করি নাই হাহাকার।
বোঝাতে চাইনা কাউকে কিছুই, কারন চুপ থাকা টাই শ্রেয়,
সত্যি গুলো শুনতে আসলে, লাগে খুব অপ্রিয়।


হারিয়ে ফেলার ভয় নেই আজ, কারন হারিয়েছি সবকিছু,
ভয় গুলো ওই হারিয়ে ফেলার, আর করে না আমার পিছু।
গল্প সকল যা ছিল আমার, সবই হয়েছে ব্যক্তিগত,
শুধু স্বপ্নগুলো ই দিনশেষে আজ, চূড়ান্ত আশাহত।


ধাক্কা খেয়েছি অনেক ভাবেই, কিন্তু পারিনি আজও যে মানতে,
সত্যি মিথ্যে গুলিয়ে ফেলেছি, কিন্তু ভুলিনি যে দিন গুনতে।
এই শহরের মানুষ গুলো, বড় অদ্ভুত নিষ্ক্রিয়,
মন ভেঙে দিয়ে হাসি মুখে বলে, ভালো থাকতে শিখো প্রিয়।


প্রিয়জন নাকি প্রয়োজন তার, বুঝে ওঠা আজও হয়নি,
জোর করে তাই পথের বাঁকে, আমিও আটকে থাকতে চাইনি।
নীরবতা তাই শ্রেয় আজ প্রিয়, অসুবিধা মুখটি কে খুললেই,
তাই দুনিয়ায় মুখ- বধিরের বিরোধিতা আজও নেই।


তোমায় খুঁজতে গিয়ে নিজেকেই, হারিয়ে ফেলেছি আমি,
ভুলেই গিয়েছি নিজের জন্য, আমি সত্যি কতটা দামি।
সুখ চাইনি কোনদিনও আমি, ভাগ চেয়েছি তোমার দুঃখের,
ঝঞ্ঝা সামলে দাঁড়িয়ে থাকাটা, আসলে অভ্যাস বট বৃক্ষের।


মূল্যহীন হওয়ার আগেই, হারিয়ে যাওয়াই শ্রেয়,
আটকে থাকবো তোমাতেই আমি, এ ভুল করোনা তুমি হে প্রিয়।
ভেবো না বন্ধু সময় ঠিকই , সবাইকে জবাব দেবে,
তখন বন্ধু সময় পেলে, দেখো একটুখানি ভেবে।


চাওয়া পাওনার হিসাব করি না, সব পাবো না আমি যে জানি,
অতি চিন্তায় তাই আমি আর, কুড়ই না হয়রানি।
রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই জানে জীবনের অর্থ,
অতি রঞ্জিত সকল কিছুই, শেষে হয় শুধু আজও ব্যর্থ।


কষ্ট সত্যি হয়েছে প্রথমে, কিন্তু এখন সব বুঝে গেছি আমি,
দিনের শেষে তোমার জন্য, তুমিই সব থেকে বেশি দামি।
তোমার যোগ্য সত্যিই যে, আমি একদমই নয়,
হারিয়ে ফেলার পরেই সত্যি, কেটে গেছে সব ভয়।


দরকার শেষে তুমি চলে গেছো‌, সত্যিই এটাই যোগ্য শাস্তি,
ভুলতে পেরেছি যত মুহূর্ত সব, আজ এটাই আমার প্রাপ্তি।
বুঝতে শিখেছি আজকে আমি, কেউ থাকে না যে চিরদিন,
ভেবো না তা বলে আমার জীবন, তুমি বিনা গতিহীন।


মরিচা ময় অনুভূতি সব, ভেঙেছে কালের নিয়মে,
তাই সুখ পাখি টাকে আর আটকে রাখিনি, নীলচে কাঁচের বয়ামে।
অভিমান আর রাখিনি যে পুষে, মুক্ত করেছি ঘৃণা,
নতুনের আজ আহবানে তাই, তুলেছি ছিন্ন বীণা।


তাই অতীত তুমি থাকো অতিতেই, আর করোনা আমার পিছু,
সময়ের সাথে তাই আমি যে নিজেকে, গুছিয়েছি কিছু কিছু।
যা কিছু ছিল সবই অতীত, আজ করি আমি বর্তমানের পুজা,
নিজেই না হয় হব এবার, আমার মনের দেশের রাজা।