জানো আমি এখনো দাড়িয়ে আছি,
ঠিক যেখানে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে।
দাঁড়িয়ে আছি শুধু তোমার প্রতীক্ষায়,
ঠিক যেখানে তুমি আমাকে হারিয়ে ফেলেছিলে।


পথহারা নাবিক এর গল্প শুনেছ,
সেই নাবিক, যে হারিয়ে গিয়েছিল উত্তাল মহাসাগরে।
লাইট হাউসের আলো দেখতে পাইনি বলে,
তাই সে আর ফিরতে পারেনি, তার চেনা বন্দরে।


জানো তো সেই ছেলেটির কথা,
যে উপেক্ষা দিয়ে বুনে ছিল তার অপেক্ষা গুলোকে।
জানো সেই ছেলেটা সত্যিই মর্মাহত।
আজও সে ভুলতে পারেনা তার অকারণে হারিয়ে ফেলা দিন গুলোকে।


তুমি তো খুব সহজেই সবকিছুকে ফেলে চলে গেলে,
যেন ওই রাত জাগা সব কথাগুলো, সবই তোমার কাছে অর্থহীন।
তোমায় ছাড়া এই মন পাড়ার নদীটা জানো তো
শুধু রয়ে গেল জীবন ভর স্রোত হীন।


আমি একশো বার তোমার চোখে হারাতে তোমাকে রাজি আছি।
কিন্তু মন থেকে একবারও হারাতে রাজি নয়।
ভালোবাসা কি সত্যিই এতটা ঠুনকো।
বারবার শুধু তোমাকে হারিয়ে ফেলতে হয়।