ভেবেছিনু মনে দেখিয়া স্বপনে তাহার সেই হাসি,
মনে হয় যেন এই তো আমার চির পরিচিত সাথী-
আজও যেন সে রয়েছে একইরকম ভাবে বিব্রত,
মোর পথপানে চেয়ে সারাটি জীবন প্রতিক্ষিত।
জানি হয়ত কোনোদিন পাবো না তাহারে!
তবু সে রহিবে মোর হিয়ার মাঝারে-
মাঝে মাঝে মনে হয় ছুটে যায় চলে-
আর বাঁধা থাকিব না এই ধর্মের যাঁতাকলে!
হায় বিধাত! কেন এ জগত ধর্মের আবরনে আবৃত!
ভালোবাসা তাই থেকেও চিরদিনের মত মৃত!
হে জগত পালক! যদি দিলেই ভালোবাসার জন্ম-
তবে কোন পাপে মোদের দিলে না একই ধর্ম?