প্রতিদিনের মত আজও টিভির প্রতিটি নিউজ চ্যানেলে-
গণ্যমান্য ব্যক্তিরা স্টুডিয়োতে হাজির তাদের আহব্বানে,
তর্কাতর্কিতে আর চিৎকারে সবাই হিরো ক্যামেরার সামনে।
টেবিল চাপড়ে কতরকম দাবি আর প্রতিবাদ ক্ষণে ক্ষণে !
এসব মিথ্যা নাটক করে ওরা জনপ্রিয় হওয়ার টানে -
অর্থনীতি থেকে রাজনীতি দেশ থেকে বিশ্ব সবই ওরা জানে।


ওদের কাছে উত্তর আছে কাশ্মীর সমস্যার সমাধানের ,
ওদের কাছে প্রয়োজন আছে নোটবাতিলের বর্ষপূর্ত্তি পালনের-
ওদের কাছে অবশ্যই দরকারি ফেসবুক আর টুইটারে প্রতিবাদের,
শুধু অপ্রয়োজন প্রচার করা শহীদ জাওয়ানের কৃত্তিতের!


সন্ত্রাসবাদীদের শেষ করে নিজের জীবন দিয়ে দেশকে বাঁচালেন যিনি,
একজন দেশবাসীও টিভির পর্দাই পেলনা দেখতে সেই বীরের মুখখানি।
হায়রে সভ্যতা! সবার কাছেই কি বড় হয়ে গেল টি.আর.পি আর জনপ্রিয়তাটা!
যাদের জন্য চলছে দেশ মাথা উঁচু করে আছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রটা-
তাদের কথা বলাটাই কি তবে আজকের ভারতে অপ্রাসঙ্গিকতা?


নিজের মায়ের কোল খালি করে  বাঁচিয়ে গেলেন হাজার মায়ের সন্তান-
সমস্ত দেশ মনে রাখবে আপনার বীরত্ব আর এই নিঃস্বার্থ বলিদান,
পুলওমাতে জঙ্গিদের শেষ করে জীবন দিয়ে রক্ষা করেছেন এই দেশের সম্মান-
হে বীর সৈনিক আপনাকে আর আপনার পরিবারকে ভারতবাসী জানাই সেলাম।।