তুমি,
আজ এসেছ তবে
জলন্ত এই সূর্যাস্তে
কোথায় ছিলে তুমে ?
ডেকেছিলাম যেদিন ওই মরনান্তে
বৃষ্টি ভেজা অরুন আভায়
শিহরিত সেই লিপ্ত বস্ত্রে
ছিলাম অসহায় রক্ত বক্ষে
আমার সম্মানের অগ্নিরূপের মালা হাতে ।।
কোথায় ছিল সেইদিন লেলিহান বহ্নিশিখা
অস্ত্রের তীক্ষ্ণ ছিটায় হারিয়েছিলে কি তুমি দিশা ?


আজ তবে কেন মিথ্যা ভয় খাও
বৃথা চেষ্টা করো শুধু ধিক ধিক – ধিক ধিক ।
তোমার দংশনে আমি ক্লান্ত ।
উঠতে জেগে যদি সেই মর্মে
করতে তাদের দুই খণ্ড,
করতাম পান আমি রক্ত-মণ্ড ।।
পেতাম শান্তি মন কিনারে
কাঁদতে হতো না আজ তবে বাম কুটিরে ।।
শান্ত নিরব হয়ে দেখো আজও
কণ্ঠের নাড়ী মালায় গড়িয়ে নামে
আমার শান্তির বিষ রত্ন ।।