ধরেছে আমায় আষ্টে পিষ্টে  
কথা এসেও মুখে পথ হারায় ..
লড়াই করেই প্রায় কষ্টে সিষ্টে  
যাবো না কোরেও দুই পা বাড়াই !  


কি জানি কি ভাববে আমায়  
সেকেলে কোনো গ্রাম্য কিম্বা অশিক্ষিত  
আধুনিকের সংজ্ঞা আজ ও ভাবায়  
বিখ্যাত আর কুখ্যাত র মাঝে আছি বঞ্চিত !  


আসলে সে ভীষণ ন্যায় পরায়ন  
পাছে কিছু ঘটে তাই সদা সতর্ক্য
বিন্ন্যাসে তার অরুচি ভীষণ  
এড়িয়ে চলে বিতর্ক্য !  


এইভাবেই চলছিলো বেশ  
দমিয়ে রেখে বুদবুদের প্রকাশ  
হটাত যে কি হলো শেষ মেস  
বিদ্রোহ করে জিতে নিল অবকাশ !  


সেই যে একবার ভাঙলো বন্ধন  
ছাদ ফুরে দেখল নীল আকাশ  
সাদাকালো মন পেল রামধনু রং  
শিখে নিল নিতে ফুলের নির্জাস !  


সরগর মন আজ হরবলা  
ভাবনা রাঙিয়ে সেজেছে মজ্জা  
অন্তর্মূখী জীবন আসলে নিষ্ফলা  
নিলজ্জ্য হোয়ে ভেঙেছে লজ্জা !